Afroz Khan Model School, Mymensingh

আফরোজ খান মডেল স্কুল, ময়মনসিংহ

61, Ram Babu Road, Natun Bazar, Mymensingh.
EIIN:138606, School Code:7805
| |
Why Study Here?

কেন এখানে অধ্যয়ন করবেন?

  • • স্কুলটি ময়মনসিংহ শহরের প্রাণকেন্দ্র ৬১, রামবাবু রোড, নতুন বাজারে অবস্থিত।
  • • শ্রেণিকক্ষসমূহ সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত। Multimedia Class Room এ নিরিবিলি ও শিক্ষাবান্ধব পরিবেশে পাঠদান।
  • • ডিজিটাল পদ্ধতিতে ছাত্র/ছাত্রী ও শিক্ষক কর্মচারীর উপস্থিতি গ্রহণ।
  • • ১০০% বিশুদ্ধ ও নিরাপদ খাবার পানির সু-ব্যবস্থা।
  • • Class Test (CT), Weekly Test for Monthly Evaluation (WTME) এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ কর্তৃক নির্ধারিত সময়সূচি অনুযায়ী অর্ধ-বার্ষিক/ প্রাক-নির্বাচনী ও বার্ষিক/ নির্বাচনী পরীক্ষা গ্রহণ।
  • • সৃজনশীল পদ্ধতিতে প্রশ্নপত্র প্রণয়ন ও উত্তরপত্র মূল্যায়নে প্রশিক্ষণপ্রাপ্ত, পারদর্শী, অভিজ্ঞ প্রবীণ ও নবীন শিক্ষক-শিক্ষিকা দ্বারা পাঠদান কার্যক্রম পরিচালনা।
  • • মা.উ.মা.শি বোর্ড ময়মনসিংহ কর্তৃক প্রদত্ত নীতিমালা অনুযায়ী শিক্ষাক্রম পরিচালনা ।
  • • সুসজ্জিত পাঠাগার, বিজ্ঞানাগার ও কম্পিউটার ল্যাব।
  • • শিক্ষার্থীদের মানবিক, মানসিক প্রতিভা বিকাশের জন্য লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা শিল্প-সাহিত্য ও সংস্কৃতি তথা শিল্পকলার প্রতিটি শাখার প্রতি গুরুত্বারোপ।
  • • বিদ্যালয়ের অধ্যয়নরত সকল ছাত্র-ছাত্রীকে বিনামূল্যে ডায়েরি ও ব্যাজ প্রদান।
  • • ২০২২ শিক্ষাবর্ষ থেকে বার্ষিক পরীক্ষায় ৩য় থেকে ১০ম শ্রেণিতে জিপিএ-৫.০০ পেয়ে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের যথাক্রমে মাসিক ৩০০ টাকা, ২০০ টাকা ও ১০০ টাকা হারে আফরোজ উদ্দিন খান মেধা বৃত্তি প্রদান করা হয়।